রাতের সুরভী বিলায়ে দেখ
ফুটেছে শিউলীর ফুল ,
হতে চায় তাহা আজি এই ক্ষণে
প্রিয়ার কানের দুল ।
সাদা সাদা রঙ লাল লাল বোটা
আঙিনায় পড়িছে ঝরি ,
কি অপরুপ শোভা ঝরে বারে বার
নয়ন নিয়াছে হরি।
সুরভি বিলায়ে রাতের সনে
কহে কথা আপন মনে,
নিজেরে বিলায় নাহি কিছু চায়
হাসে কাদে আনমনে।
একেলা রচে আপন বাসর
রাতের আধার হেরি ,
চলে যায় একা লভি শত দুখ
বেদনার পাহাড় গড়ি।
নিশি রাতে যখন চাদের জোসনা
কথা কহে তার সনে ,
বলিতে চাহে বোবা ভাষায় তারে
একেলা আপন মনে।
রবির প্রভাত কিরন যবে ছড়িয়ে
পড়ে বনে,
কাদে তাহে লইবে বিদায় নিঠুর
এই ক্ষণে।
রবে শত কথার কাকলি জমেছিল
যাহা মনে,
চলে যাব একা ক্লান্ত প্রভাতে
জীবনের দহন গানে।