বরষার তমসা পেরিয়ে আজিকে
আকাশের কোনে ঐ ,
উঠেছে দেখ নীল চাঁদোয়া
কেমনে ঘরে রই।
এ নিশি না যদি ফুরায়
না যদি ডোবে চাঁদ,
কোন সে কারনে আমারো সনে
পেতেছে আলোর ফাদ।
ফিরে আসি বারে বারে দিগন্তের
মাঝে দেখিতে শরত শশী,
বাতায়ন কোনে তাই আজিকে
একা ঘরছাড়া মন উদাসী।
সন্ধ্যামালতীর ফুলের সনে
কহিছে জোসনা কথা,
সেই কথা শুনে ভেঙেছে রাতের
অঝোর নিরবতা।
শিউলি ফুলে ভরে গেছে আঙিনা
তাহারি সনে আমি ,
কই কথা বসি নিরজনে একা
শুন্য দিবস যামী।
কামিনীর ফুল ঝরেছে যে বনে
নাই তার পদচিহ্ন,
কদম কেয়ারা নেই আজিকে
তাদের পথ ভিন্ন।


ওগো বন্ধু তুমি কোথা আছ বল
আসিও আমার সনে ,
এমনো ক্ষণে কব কথা যত
আছে গাথা এই মনে।
বেঁচে থাক শরত হাজার বছর
এই রুপকথার তরে,
মুছে যাক যত আছে মিছে জরা
জীবনের অবসরে।