আধার ছেদিয়া আলোক হেরিয়া
রবি  পানে চাহি আঁখি,
ফুটিলে আপনার সুরভি লয়ে
ওগো সুর্যমুখী।
তোমার হলুদ পাপড়ির মাঝে
মৌমাছির রাঙা পা,
ভুলায়েছে মোরে এমন ক্ষনে
উদাসে সকল গাঁ।


যখন দেখি তোমার সে রুপ
যাই যে সকল ভুলে ,
মনে হয় যেন আপনার করি
লই তোমায় হাতে তুলে ।
তোমার পরশে মুখর হোক
মোর জীবনের পথ,
না যেন ভুলি আধার হেরি
জীবনের মনোরথ।
তোমারে দেখি সারাদিন মান
ফিরি যবে আধার ঘরে,
তোমার সুরভি আপন করি
ভোলায় সকল মোরে।