বিহগা এ মন উড়ে যেতে চাই, ওই দিগন্তে
উড়ে যেতে চায় ওই নীল আকাশের সীমান্তে
মিথ্যা হাসির ছলনা নিবারিত করি
তোমারে যে ভয় পায়,কাছে যেতে ডরি
মরনে কি হয় সুখ জানিনাকো তাহা
মরিয়া বঁাচিলে বুঝি ভাল হত, আহা!
তোমারে দেখিতাম আবার ওই নদীর ধারে
মিলিয়া মিশিয়া হতাম একাকারে
আজ দিবস শেষে আসিবে রজনী
নিশ্চুপ, নিস্তব্ধ রহিবে ধরনী
না জানি কাল প্রাতকালে রহিব কি আমি?
আজ তবে বঁাচিয়া লয়,একটুখানি.