আজ শুধু ব্যস্ততায় কেটে গেছে দিন
লিখিতে পারিনি হয়েছি আমাতে বিলীন
তাই এখন বসে ভাবি কি লিখব হায়
ছন্দ যা কিছু  ছিল সবি যেন আর নাই
কবিতা না লিখলে ভারি কষ্ট হয় মনে
কবি কবি ভাবি মোরে শুধু অকারনে
ছন্দের সাথে ছন্দ মিলায়ে করিব আর কি?
জীবনের এ ছন্দ বুঝি হারায়ে ফেলেছি
তুবুও খানিক শান্তি আসে, আসে নিরবতা
তোমার ভান্ডারে দেখি যখন, ও বাংলা কবিতা
সারাদিনের ক্লান্তি তুমি কর নিশেষ
তোমারে বন্দনা করি, রহিল ধন্যবাদ অশেষ