ক্লান্ত এ মন বার বার হেরে যায়
বারবার চেয়ে দেখি, তোমারে খুঁজি হেথায়
শরীরের এই মাংসপিন্ডের আঁধারে
লুকিয়ে তুমি, থাক নিরালায়
তোমারে চিনিতে না পারি
আমি বর অসহায়
তোমার বিচরনভূমি,
এ বিশ্বভূবন মাঝে
তোমারে ধরিতে গিয়াও
ধরিতে পারিনা যে
তোমার পিছু পিছু কাটে দিন রাত
তোমারে ধরিব আমি, করিব বাজিমাত!
রহিবেনা এ শরীর, রহিবেনা কিছু
অনন্তকাল ধরে হঁাটিব তোমার পিছু পিছু
আজ তাই শান্ত মনে, ভাবি বসে হায়!
তোমারে চাহিব হেথায়, তোমারে করিব জয়.