আঘাতে আঘাতে দিন বয়ে যায়
কতদিন পরে দেখিলাম হায়
তোমার ও রূপখানি
দিবস রজনী পার হয়ে যায়
বসে আছি শুধু আশায় আশায়
একটি বার পাব বলে শুধু
তোমার ও ছোঁয়াখানি
চঞ্চলা বিহগা সম
এ মন প্রান মম
ছুটিয়া বেড়ায় হেথায় সেথায়
একটিবার দেখিতে পাবে
তোমারও মুখখানি
অাকাশ কোনে মেঘের উঁকি
রাত দূপুরে জেগে দেখি
তোমার সৌন্দযে` লুকিয়ে
রয়েছে পূণি`মার চাঁদখানি