'ঘুম আয় রে' গানটা শুনি
কোনো কোনো দিন রাতে;
তবুও যে রাত জেগেই কাটে
পাশ ফিরি বিছানাতে।


ছোট থেকেই বাপির হাতে
রোজ পেতেছি মাথা;
দু'পা মুড়ে নিতাম তার পেটের কাছে
ভুলে যেতাম পা বেথা।


কিশোরী বয়েসে রাত কেটেছে
মায়ের বুকে গুঁজে মুখ;
গায়ে হাত-পা চাপিয়ে রাতটা কাবার
ও ভাবে শোয়ার দারুণ সুখ।


বিয়ের পরে পরের ঘরে, গিয়েছে
আমার সুখের শোওয়া;
কোল বালিশ জড়িয়ে শুই দেয়াল ঘেঁষে
তবু গেল না কারও হাতটা পাওয়া।


নবজাত শিশু আমার, ঘুমায়
রোজই বুকে চড়ে;
গভীর ঘুমে হাতে রাখে মাথা
তাকে স্পরশ করি বুক ভরে।


মায়ের মতো তো ঘুম আসেনা
বারে বারে তাই চোখ মুছি;
যদি ও বা হই ঘুমে বিভোর
তবুও যে কার হাতটা খুঁজি।