সময় চলিয়া যায়        নদীর স্রোতের ন্যায়
              সে কভু আসে নাকো ফিরে!
যাও যদি চলে যাও      বারে কেন ফিরে চাও
              তবে কি গেছ কিছু ফেলে?
ফুল যত গেছে ঝরে      চলেছ তাদের পায়ে দলে
              সাজানো বাগান আজ মরুভূমি সম।।
জানিনা আবার কবে     কে এসে ফুল ফোটাবে
               কোকিল কূজন ও গাবে!
কত যে স্মৃতির ভারে     মালা পরিণত হয়েছে ডোরে
               তার স্থান কি আজও আছে গলে?
এ যে কালের নিয়ম হায়    কে তারে খণ্ডাতে পায়
               পুরাতন যাচে সদা চিরবিদায়।।