সম্পর্ক গোড়ো না রে ভাই বিবাহ বহির্ভূত-
ঠেলায় একবার পড়লে পড়ে মারবে সবে গুঁতো।
সাত জন্মের বিয়ের বাঁধন সাত বছরেই শান্ত
রঙিন হাতছানি আসলেও পথে পারবেনা হতে ভ্রান্ত।
একঘেয়ে জীবন বয়ে নিয়ে যাওয়া সহজ হবে না জানি
তবুও, সামাজিক নিয়ম ভাঙলে তোমার ভাগ্যে জুটবে গ্লানি।
শর্ত বোঝাই শাসনের বেড়া এরই নাম কি বিয়ে?
তিল্ তিল্ করে প্রতিদিন মরা কি হবে এ জীবন নিয়ে!
হিংসা, জিঘিংসা, লালসা, লাঞ্ছনায় পচছে মনুষত্ব
পরকীয়া মন ঠকিয়ে আপণ নিজেও হচ্ছে দগ্ধ।
কোথায় লেখা একজনকেই ভালো বাসতে হবে চিরকাল!
মাঝ দরিয়ায় নৌকাডুবি মাঝি হয়ে আজ ছেড়েছি হাল।।



২৭।৩।১৬