ও কাব্য রসিক্ দাদা
কাব্যে আমার রস নেইগো
মিলবে শুধু খুধা।


পেনের ডগায় আসেনা লেখা
অলীক কল্পনায়, পেটের দায়েই
এখন আমার কলম ধরতে শেখা।


'পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি'
এমন একটা কিছু লিখতে হবেই
ধরতে হবে শক্ত কোনো খুঁটি।


মনে পুষি রাগ, মুখে নেই প্রতিবাদ্
কবিতা লেখা বিষম বালাই
টাকা কামানোই ফ্যাসাদ।।