সকাল বেলা উঠে দেখি, মাটিতে মিশেছে আকাশ একি!
বৃষ্টির হাত পূর্ণ আলিঙ্গনে।
বেলা আজ হয়েছে কত, বুঝতে আমি পারছিনেতো
আঁধার নেমেছে পৃথিবী প্রাঙ্গণে।
আজ দুপুরে ছাদের পরে, প্রাণ মেলেছি ভিজে শরীরে
প্রেম খুশি আজ মুক্ত সিঞ্চনে ।
বিকেল বেলা ছেলের দল চুটিয়ে খেলছে ফুটবল
তারা বাধ্য না আজ কোনো বন্ধনের।
রাতেও যে আজ ঘুম আসেনা, ফাঁকা লাগে এই বিছানা
সে বোঝেনা আজও কি আছে এ মনে!
ধরার বুকে সুখ যে কত, তবুও নীরব আমি তরুর মতো
শুধু এ মন মেতেছে আজ ভরা শাওনে ।।