আজকে তোমার দোষ ছিল না
এ দোষ শুধুই আমার ।
ভুরি ভুরি মিথ্যে মায়ায়
পূর্ণ বিয়ের খামার !
নিশুতি রাতে কর্কশতায় ডাক
দিয়ে যায় পেঁচা
ফাঁকা বিছানা সারাটা রাত
দেয় যে কেবল খোঁচা।
সোনার কাঠির ছোঁয়ায় আমার
দিন যে গতিময়;
রুপোর কাঠি রাত প্রহরে
মৃত্যুগীতি গায়।
দুই ঘরেতে আলাদা শুয়ে
দুজনেই বেশ আছি;
মনেও হয় না আর কখনো
আসব কাছাকাছি।
হৃদয়হীন জীবন বয়ে হারাতে
চলেছি বাসা,
ভালোবাসা হলো দুঃস্বপ্ন
কেবলই দুরাশা!
বাঁধা ধরা এই বেকার জীবন
ভালো লাগে না আর-
জানিনা কবে শুরু করেছি
ধ্বংসের ই কারবার।
আমার কাছে প্রেম যে শুধুই
বিলাসিতার ই নাম,
যে মানুষ রোজ পায় না খেতে
সে জানে প্রাণের দাম!
শেষ ক'বছর আমায় তুমি
রাখতে চেয়েছ ভালো,
তারই আগে প্রাণের বীণা
পুড়েছিল হয়ে কালো।
যেদিন তুমি ফিরবে বলে
খেয়া ধরেছিলে ঘাটে,
সেদিন আমার লাশ পড়েছিল
মধ্য রাতের খাটে।
আজকে তুমি কাঁদছ কেন
ঠকেছ আমার কাছে?
তাকিয়ে দেখ তোমার সবই
ছড়িয়ে ছিটিয়ে আছে।
আমি না থাকলে এ সংসার
ভেঙে যাবে পাও ভয়;
কার জন্য কোথায় কবে
বলো কি আটকে রয়!!!