স্বপন কাঁদে ভাষাহীন রাতে
বুকের পাঁজর ভেঙে যায়
                      কাকভোরেই তুই ডাক দিয়ে গেলি,
বিহনে বেলা যায়, এবার আয়
                          ওরে আয়
                                 রূপকথা নিয়ে আয় !


এসেছিলি যেদিন তুই,
                              আমার জীবনে, -
স্বর্গ চিনেছিলাম সেদিন,
             না জানি, কি সুখের মগনে;
                          বাসর ভরে দিয়েছিলি তুই
          পারিজাতে, পারিজাতে
                     আজ মরা জ্যোৎস্নার রাতে __
           আবার, অঙ্গন ডাকে আয়
                         বুঝি লগন বয়ে যায় !


       চাঁদের আলোর মতই নরম ছিল
                               প্রথম ভালবাসা  
বোঝেইনি তোর অবুঝ হৃদয়
                       আমি যে দু'চোখ বুজে করেছি প্রকাশ
                  কত নীরব  লহমায় !
অধর সেদিন ছিল নিরুপায়
                               তোর অবোধ হিয়ার পাশে !
    আজ বিধুর নিঃশ্বাসে
                    ফিরে শ্রাবণ ডাকে আয়
   ঝোড়ো বাতাস হয়ে আয় !