জানি তোমার নাব্যতা কখনো,
ছোঁবে না আমায় -
বয়ে যাবে না কোনো অবাধ্য নদী
শিরায় উপশিরায় ।
তবু এ কোন উষ্ণতা তারায় তারায়
রূপকথা চুঁয়ে  আঁকো !


ভয় হয়,
স্বপ্নের মত ভেঙে যায় যদি,
এই নীরব আবাহন !?
ফিরে যায় যদি ঝড়ের মত,
উজানের আঁচড়ে !


পৃথিবীর মত পরতে পরতে,
যদি গহীন ছুঁয়ে রাখো !