আমি ভাঙন দেখেছি
মাঝ দরিয়ায় ঝড়  তুফানে
      পানসির পাল ছিঁড়তে দেখেছি ।
    (আমি)ভুল দেখেছি,
না জেনে পথ চলার ভুলে
               পায়ে পায়ে কত আঘাত বিঁধেছি ।


তোমায় ভুলতে দেখেছি,
       ভালোবাসতেও দেখেছি ।
বুকের আগুন নিভিয়েছো যে ঠোঁটের স্পর্শে
সে ঠোঁটেই
        দু'চোখে প্লাবন টানতে দেখেছি !
           ____ কতবার দেখেছি !


যতরাত
         তোমায় কাঁদতে দেখেছি ,
           স্বপ্নের কোঠায় প্রদীপ নিভিয়ে এসে
     তোমার বুকেই মাথা রেখে শুয়েছি ।
যতদিন যতবা-র
            তোমায় উড়তে দেখেছি ,
(তোমার) হাতে দু'হাত সঁপে
           আ-ফোঁটা দু'চোখ
                          আকাশে হারিয়ে এসেছি ।
                          তবু কোন একদিন
                          (সেই) দিশেহারা চোখই
                    একটু একটু করে বুজেছি,
                 প্লাবন রুখতে চেয়েছি ।
                              আমি বুঝেছি
                                       তোমার কাছে ডাকা , সেদিন
                                 (রন্ধ্রে রন্ধ্রে) বুঝেছি !
                          ____ ভাঙন দেখেছি ।



এক স্তব্ধ প্রভাতে
         উচাটন সুরে
কার এক সেতারে
             বেহাগ শুনেছি ।
                  ছুটেছি ।
বারোটা শ্রাবন চেয়ে চেয়ে থাকা
       কোনো এক চাতকের
                  সেদিন তৃপ্তি দেখেছি ।
        ব্যস! আমি সেখানেই থেমেছি ,
         সেই চাতকের তৃপ্ত চোখে
যেদিন
     আবেশের সুর বেসুর শুনেছি ।
কতটা স্বপ্ন, কতটা সত্যি
         সেই দিন নিক্তিতে মেপেছি ।
ওজন করেছি,-
        আমি ঠিক কত দিন বেঁচেছি ।
জানো ? ভাঙন দেখেছি !