স্বদেশ আমার, থেকো ভালো আজীবন
নাহয় লেগেছে হাতে লাল চাপা দাগ।
লক্ষ শয়তান দিয়ে ঘৃতাহুতি, যেন
ভুলে থেকো জ্বেলে রোজ খুশির চিরাগ।
বড়ো হোক সন্তানেরা সকলি তোমার
করে নিয়ে সঙ্গী এই মাটিকে খেলার।
ওদের উচ্ছল হাসি করুক বিস্মৃত
ছিল অশুভ সকল অভিপ্রায় যত।
দিও ভরিয়ে শান্তি ও সুখে একদিন
দূর করে ব্যাধি আছে যত বসুধার।
জয় গান যেন বাজে তোমারি সেদিন
প্রার্থনা করেছি শোনো দ্বারে বিধাতার।
তুমি যে আমার কত নিকট আপন
সেকথা ভুলিনি জেনো লক্ষ কোটি বার।
তাহলেও সে কবেই নিজেরই অজান্তে
বানিয়ে দিয়েছ মূর্ত শয়তান মোরে।
শিখেছি কেবল নর হত্যা স্থিত চিত্তে
জেনেছ শুনেছ অবিরল অকাতরে।
তবুও মেনেছি তুমি ভুল নির্দ্বিধায়
বোঝাতে পারিনি তুমি ভুল অচেষ্টায়
আজ তাই ভিটে মাটি প্রাণ সব নাও
বেঁচে থাকো, জগতের একজন হও।