---------আমি তাই না পারার দলে------------
*****************************
আমি চলতে চলতে পড়ে যাই ,
উঠে দাঁড়াবার শক্তি কোথায় পাই ?  
প্রতি পদে বলা হয় , "আরে যাও -.....
তোমার দ্বারা হবে না যা, কেনো চাও? "
সমস্যা কে আরো বড়ো করে দেখি ,
সমাধান করবার উপায় কি কিছু রাখি..?
পরাজিতর হাত ধরে ভবিষ্যৎ করি রচনা,
সফল বিজেতারে যত অবমাননা।
আমি তাই না পারার দলে,
আর বাকিরা পরিপূর্ণ ফুলে ফলে ।


এটা পারবো না ওটা পারবো না,
কি পারবো... তাও বলেনা !  
তুমিই পারো..... বলার কি কেউ আছে ?
পারার থেকে না পারা তাই প্রধান আমার কাছে ।
তবুও আমি বাঁচতে চাই,
আর স্বপ্ন পূরণ করতে চাই,
কিন্তু... বিশ্বাস নেই কাজের বেলা -
শুধু ছিনিমিনি খেলা।
আমি তাই না পারার দলে,
আর বাকিরা সব পরিপূর্ণ ফুলে ফলে।


স্বপ্ন গুলোকে সময় যাবার সাথে সাথে -
ছোটো করে করে পরিনত করি বিন্দুতে,
কারণ অর্থনৈতিক স্বচ্ছলতা থেকেও -
স্বপ্নগুলো অনেক বড়ো একটা ঢেউ।  
না হোক পূরণ, এমন কি যায় আসে,
আমার স্বপ্ন তো রাতের স্বপ্নে ভাসে ।
আপন ক্ষমতাতে ভরোসা নাই ।
অক্ষমতার সাথে সমঝোতা তাই।
আমি তাই না পারার দলে,
আর বাকিরা পরিপূর্ণ ফুলে ফলে।


## পলাশ বিশ্বাস