----------------------আমিত্ব-----------------
****************************
আমি চিৎকার করি আমার আমিত্বে ,
অবলীলাক্রমে মূক হয়ে যাই -
ধূসর এ প্রান্তরের শূন্য গর্ভে !
প্রাণহীন প্রাণীর তালিকা হতে -
জীবন রস সঞ্চয় করি ,
অলীক আশার মতো ।
বাঁচার উন্মাদনা আলপিন দিয়ে গেঁথে রাখি  -
মরীচিকা'র অধরা শরীরে ।
কখনো জল, আলো , শ্বাস দিয়ে  -
পূর্ণাঙ্গ অবয়ব সৃষ্টিতে অমৃত ঢালি ,
বিষ শুষে নিয়ে নীলকন্ঠ হতে চাই ।
কিন্তু মানুষ হতে চেয়ে -
যদি অশরীরী আত্মাকে আমিত্বে রাঙাই  ?
দুর্বলতার শিকার হয়ে -
যদি করুণ জীবন সৃষ্টিতে  -
আরেক মূকাভিনয়ের স্পর্ধা প্রদর্শনী করি ?
হয়তো তা অকুতোভয়ে'র আমিত্বজাত ,
বা জেনেশুনে ভুল করার মতোই ।
একবিংশ শতাব্দীর প্রাণ  -
কৃত্রিম বুদ্ধিমত্তার খোঁজে বিবশ ,
আমি'র সত্তা এখানে আমিতেই বেশ বুঝেও  -
অচল পয়সার মতো নিজেকে -
এপিঠ ওপিঠ ঘুরিয়ে ফিরিয়ে দেখি ,
আর মূল্যনির্ধারণ করি ।
ভয় বাসা বেঁধে আছেই হারিয়ে যাওয়ার ,
তবুও আমিত্ব ছাড়ি কই ?


## পলাশ বিশ্বাস