-------------বাকি জীবনের টানে------------
আঙুলের নখের মতোই বোধ হয় -
জীবনেরা এ জীবনে আঁচড় কেটে যায় ,
পড়ে রয় শুধু দাগ !
আর দাগ কেটে যাওয়া জীবনেরা -
মনে থেকে যায় সুখস্মৃতি বা দু'খস্মৃতি হয়ে ।
তবুও জীবন চলে ,
চলতে হয় বুঝি বাকি জীবনের টানে ,
যারা বর্তমানে জড়িয়ে থাকে..!


আসলে ,
সব কিছুই দিয়ে দিতে হয় তখন ,
যখন নেবার জন্য প্রস্তুত থাকে ,
আর দেবার জন্য একবার নই ,
বারবার চঞ্চল থাকি -
সদ্য প্রেমে পড়া  যুবক-যুবতীর মতো ।
বাকিটুকু পরের কথা,
আর এক আক্ষেপে জড়িত -
নিদারুণ মনের কথা ।
যে ভার তার বা তাদের নেবার কথা ছিলো ,
কিন্তু কালের প্রবাহের সাথে -
অন্য কোথাও লীন হয়ে যায় ভারাক্রান্ত হৃদয়ে ....!
অগোছালো সব ঠিকঠাক করে রাখার কথা -
যখন শুধু কথা হয়েই রয়ে যায়,
তখন এই আলুথালু , উসকো-খুশকো  -
আর কাউকেই দিতে ইচ্ছে করে না !
তাদের জন্য আকাশ ভরা তারা থাকে ,
গন্ধ ভরা বাতাস থাকে ,
উন্মুক্ত মন জুড়ে ভালোবাসার দিগন্ত থাকে ,
শুভ সকাল, শুভ সন্ধ্যা থাকে ।


নিজের জন্য রাত্রিটুকু থাক ,
মুখের কোণে একটু হাসি রেখে ,
বিপরীত যাকিছু আছে ,
সব স্বীকার করে নিয়ে ,
বুকে শক্তি সঞ্চয় করতে যদি পারি ,
নতুন আঁচড়ের ব্যাথা সহ্যের জন্য !


## পলাশ বিশ্বাস