---------------গ্রীষ্মের বসন্ত-----------------
*****************************
তোমার আগমনে -
সেদিন গ্রীষ্মেও বসন্ত এসেছিল ।
উঠুনের কাঁচা - পাকা মাটিতে -
মনের মানসীর কোমল পদচিহ্নের ছাপ -
সৃষ্টি করেছিল দু'চোখ ।
নিতম্বস্পর্শা রেশমী চুলে -
আঁধার রাতে বিদ্যুতের আলোর মত ,
যেন পথ হারার পথ দেখেছিল মন ।


আলো আঁধারী সন্ধ্যায় পশ্চাতে দাঁড়িয়ে -
আলগোছে সতর্কতায় ধরাছিলো হাত ,
বাম বক্ষ'পরে মস্তক ছুয়েছিল বারকয়েক ,
গোছা হতে ঝরেছিল ধান -
পা চালিত যন্ত্রে পায়ে পায়ে ।
সোনার ধান ছোঁয়ার ইচ্ছেতে ,
তোমার বাহুযুগলের স্পর্শ, চুলের সুবাস -
ছুঁয়েছিল আমার স্বপ্নের দেশ ।



রাতের বরাদ্দ ঠান্ডা পানীয় ,
তোমার জন্য রাখবার আবদার -
পূরণ করলো প্রমাণ স্বরূপ যে ,
সুরা ও ধূমপানে অনাসক্ত -
সদ্য বারোয় পড়া ছেলেটি ।
নিবিড় রাতের মায়া ,
সকালের আলোয় তোমাকে দেখার  -
এক অদম্য ইচ্ছা জাগ্রত করল ।



দেওয়ালে ঝোলানো কাঠপেন্সিলে আঁকা ছবি,
খাটের কোণে পড়ে থাকা ডুগিতবলা  
সাদাকালো টি. ভি, ডেক, টুকিটাকি আসবাব -
যেন সেজেগুঁজে সুন্দর হল ,
অন্তরে উপলব্ধি হলো তুমিও ভালোবাসো ।
ফেরার সময় দু'টো লজেন্স গুঁজে দিয়ে -
বললে , "স্মৃতি রেখে গেলাম ।"
বাস ছেড়ে গেল বিদায় অভ্যর্থনায় ,
দুজনের বলতে চাওয়া শব্দটিই -
শুধু বলা হয়ে উঠলো না,..... ভালোবাসি...!


## পলাশ বিশ্বাস