---------------ওরা কারা  -------------
***************************
ওরা চলে ওদের মত ,
দুঃখ নেই তত ,
যত আমাদের না পাওয়াতে আছে ,
শান্তিও তাই ওদের কাছে  ।
তোমার অনুষ্ঠানের যত নাম ,
কুড়িয়ে খেয়ে দিলো দাম ,
কারণ উচ্ছিষ্টও যেন বড় প্রাপ্তি !
আমাদের হতে পাবে শুধুই আপত্তি ।


ফুটপাত আর রেলের খাদ ,
যেথা ম্যালেরিয়া, ডেঙ্গুর  ফাঁদ ,
তোমার, আমার, বাবুদের ডাষ্টবিন ,
যেখানে নজর গেলে গা ঘিনঘিন ,
ঐখানেতেই ওদের সুখের বাস ।
আমাদের কাছে মরণ ফাঁস ।
শীত, গ্রীষ্ম, বর্ষার বাজিমাত ,
নাছোড়বান্দার কাছে সমূলে কুপোকাত  ।


পথের পচা ড্রে'নে ডুব
মুখে বলবো বহুত খুব  ,
কিন্তু নাক চেপে পাশটি কেটে ,
ড্রে'নেই দেবো থুতুর ছিটে ।
তবু ওরা বলবে বাবু
শিক্ষা-দীক্ষায় হলেও কাবু ,
অর্থহীনেও অর্থ বোঝে ভাই ,
আমরাই অবুঝ রয়ে যাই  !


গাল মন্দ আর ঠাস ঠাস ,
পথ চলতে সব পাস ,
বিদ্যালয়ের দরজা ছাড়াই ওরা বিদ্যাবাগীশ ,
ছেলেপুলের জন্যও তাই নেই হাপিত্যিশ  ।
ওদেরও ভালোলাগা ভালোবাসা আসে ,
শুধু বদনাম রয় পাশে ,
মানুষের ভিড়ে বাতিল যেন তারা ,
প্রশ্নে জেগে ওঠে ; ওরা কারা !?


## পলাশ বিশ্বাস