------------স্বপ্নের রঙ---------------
****************************
বলতো ; স্বপ্নের রঙ কেমন হলে ভালো হয় ?
দূর........ ;স্বপ্নের আবার রঙ হয় নাকি?
আমি বলবো.. হয়তো ।
সুখী হলে সাদা, দুঃখী হলে কালো -
আর মিলনের রং... ; লাল, নীল, হলুদ,
কিম্বা সব মিলিয়ে এক নতুন রঙ,
যারে অনুভব করা যায় অন্তরে অন্তর মিলিয়ে।
--অত-শত বুঝি না, মনের টানে ভালোবাসি ব্যস।


ভালোবাসা কে ভালোবাসবে,
তার রূপ রস গন্ধ সম্পর্কে জানবে না,
তা কি হয়?
তুমি বলতেই পারো ;স্বপ্নের সঙ্গে ভালোবাসার কি সম্পর্ক ।
আমি বলবো, ভালোবাসাও যে স্বপ্ন কে ভালোবাসে,
তাইতো স্বপ্নের রঙ এতো স্বপ্নাलू ।
রামধনু কেও হার মানায়, এমন কি -
রবী ঠাকুরের 'প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস',
সে রঙের থেকেও রঙিন।

স্বপ্নের আবার রঙ হয় নাকি,
ঠিকই বলেছ বটে, কারণ আমরা পারি কই স্বপ্ন দেখতে?
আসলে ;মনের কুসুম ফোটে স্বপ্নের যে রঙ নিয়ে,
ভালোবাসার ছোঁয়াতে সে রঙের সার্থকতা ।
তাই স্বপ্নের রঙের নামকরণ টা  ;
স্বপ্ন আর ভালোবাসার পরেই না হয় থাক।


## পলাশ বিশ্বাস