৹ বেবাফা / बेवफा ৹ Rhyme: Free Verse

আমি যেতে পারি কিন্তু যাব না।
আসতেও পারি কিন্তু আসব না।
ন যযৌ ন তস্থৌ হবে আমার চিরস্থায়ী অবস্থান-
অনেকটা ঐ গলার কাঁটার মতো।
বিরক্তিকর চর্মরোগের মত তোমার দেহ-বিষ হব।

আমি জেনেশুনে অজ্ঞাত থেকে যাব-
তোমার সুখ-সাধনার কবে কোথায় পূর্ণ যতি হল।
আমি মনে মনে তোমার গানে ঠোঁট মিলাব।
তোমার চোখে সুরমা হয়ে জল ঝরাব।
কিন্তু তোমার প্রিয় আয়নায় আমার ছায়া পড়বেনা।

আমি তোমার প্রতি আমার ভালবাসাকে ঘৃণা করব।
আমার প্রতি তোমার অবহেলা,তাচ্ছল্য,বীতরাগ
সব আমি মন-প্রাণ দিয়ে ভালবাসব।
সব শেষে প্রার্থনা করব ঈশ্বর তোমার মঙ্গল করুন।
তারপরও কি করে তুমি আমায় বেবাফা বলতে পার?