আমাদের ওয়েবসাইটের নিয়মাবলীর ক-১০ ধারা অনুযায়ী বিজ্ঞাপনমূলক কোনো লেখা এই প্লাটফরমের মাধ্যমে প্রচার করা যাবে না। তৃতীয় পক্ষের দ্বারা পরিচালিত কবিতা কিংবা সাহিত্য কেন্দ্রিক কোনো অনুষ্ঠানের প্রচারণাও এই নিয়মের মধ্যে পড়ে। তবে বাংলা-কবিতার এই প্লাটফরমটির মূল একটি লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী বাংলা কবিতা ও কবিতা-কেন্দ্রিক কর্মকাণ্ডের প্রচার ও প্রসার। তাই নির্দিষ্ট কিছু শর্ত মেনে চললে আমরা আমাদের সদস্যদের কবিতা কেন্দ্রিক বিভিন্ন কর্মকাণ্ডের বিজ্ঞাপন বা প্রচারণামূলক লেখা প্রকাশ করতে দেই আমাদের আলোচনা সভায়। এক্ষেত্রে মূলত: যে দু'টি শর্ত মেনে চলতে হবে, তা হলো:


১) এরকম কোনো অনুষ্ঠানের ওপর আলোচনা সভায় লেখা প্রকাশের পূর্বে অবশ্যই এডমিনের সাথে কথা বলে অনুমতি নিতে হবে।


২) অনুষ্ঠানটি অলাভজনক হতে হবে।


এক্ষেত্রে নিয়মাবলীর গ-৭ ধারা উল্লেখ্য।


আমাদের আসরে আমি মূল এডমিন ছাড়াও এডমিন হিসেবে সক্রিয় আছেন কবি কবীর হুমায়ূন। আমাদের যেকোনো একজনের সাথে কথা বলে অনুষ্ঠানের বিস্তারিত জানালে আমরা যাচাই করে দেখবো যে আমাদের মূলনীতিগুলোর সাথে অনুষ্ঠানের কোনো অংশ সাংঘর্ষিক কিনা, অথবা এই অনুষ্ঠানের সাথে অর্থনৈতিক কোনোরকম সংশ্লিষ্টতা আছে কিনা। সে অনুযায়ী প্রচারের অনুমতি প্রদানের সিদ্ধান্ত নেয়া হবে। কিন্তু দেখা যাচ্ছে অনেকেই যথাযথ প্রক্রিয়ার অনুসরণ না করেই বিজ্ঞাপনমূলক লেখা প্রচার করে ফেলেন আমাদের আসরে। তেমন কোনো লেখা চোখে পড়লে যদি মনে হয়ে থাকে যে লেখাটি ওপরে উল্লেখিত দু'টি শর্তের কোনো একটি ভঙ্গ করেছে, তবে নিয়ম অনুযায়ী তা ব্যান করা হবে। এক্ষেত্রে সদস্যদের এটা মনে রাখতে হবে যে সাহিত্য কেন্দ্রিক কোনো প্রচারণার পূর্বে এডমিনের অনুমতি নেয়াটা সদস্যের দায়িত্ব, কিন্তু শর্ত ভঙ্গ করে থাকলে তেমন কোনো লেখা ব্যান করার আগে সদস্যকে কারণ জানিয়ে মত বিনিময় করাটা এডমিনের জন্য বাধ্যতামূলক নয়। (সাধারণতঃ ব্যান করার সময়ই এর কারণ উল্লেখ করে দেয়া হয়।)