চারপাশে ভাই কতোই দেখি
পড়ছে সবাই প্রেমে,
সুযোগ পেয়ে আমিও যে তাই
খেলায় গেলাম নেমে।


ক্লাসমেট এক ভ্যাবলা হেসে
যেই বাড়ালো হাত,
এক হাসিতেই দিল হারালাম
হলাম কুপোকাত।


তখন থেকেই মনের মাঝে
হাজার রঙের বাহার,
কাব্যে লেখি 'তুমি সাগর
আমি নদী-পাহাড়।'


ক্লাসে বসে লেকচারে আর
মন বসে না মোটে,
ক্লাস লুকিয়ে সময় কাটাই
ঠোঁট রেখে তার ঠোঁটে।


ফ্রেন্ড লেভেলে আড্ডা হলেই
উপচে পড়ে কথা,
সব ছাপিয়ে বলতে থাকি
তার গুণেরই গাঁথা।


তাই না শুনে বন্ধু অনেক
মুখ লুকিয়ে হাসে,
নির্ঘাত সব আমার সুখে
পুড়ে যে বিদ্বেষে।


থোড়াই তাদের কেয়ার করি,
বলছি আরও জোরে,
প্রেমের তরে আমার সবই
দেবো উজাড় করে।



রচনাকালঃ ১৩ই ফেব্রুয়ারী ২০০৭ ইং