আমি মেঘের দুয়ারে হারিয়ে খুঁজি
দুঃখের নীল রাশ,
আমি এক লহমার চুম্বনে খুঁজি
প্রণয়ের অভিলাষ।
আমি মৃত্যুর মাঝে দেখে যাই কতো
চেতনার পরিণতি,
সময়ের স্রোতে খুঁজে পাই যেন
দূর্বার দৃঢ় গতি।
আমি আঁধারের মাঝে দেখি কতো না
জোনাকীর আলো খেলা,
রঙধনু হতে রঙ ধার করে
আঁকি বিষাদের বেলা।
আমি পাহাড়-সাগর পার হয়ে চলি
অমোঘ নিয়তি টানে,
পিছে ফেলে আসা স্মৃতি সব ভুলি
না জানা অভিমানে।
আমি পথহারা আজো পথ খুঁজে ফিরি
বুকে নিয়ে হাহাকার,
জোয়ার ভাটার টানে পারি দেই
জীবনের পারাবার।



[রচনাকালঃ ২৪ জুন ২০০৬ ইং]