সময়গুলো ভিন্ন ধারায় বয় যদি তাও
একই সুরে আজও তুমি সুর গেঁথে যাও।
একই আবেশ আজও মনে ঢেউ তোলে, আর
দু'জন মিলেই চলছি বেয়ে সেই একই নাও।


কথায় কথায় ঠাট্টা হাসি চলছে আজও,
আগের রঙেই সুখ ধরা দেয়, কিংবা লাজও।
চোখের কোনের দুষ্টামিটা আজও খেলে,
আজও তুমি সেই রূপসী, নাইবা সাজো।


সব আছে, আর নতুন করে যা পেয়েছি,
তুমি-আমি দু'জন মিলেই তাই চেয়েছি।
সুখের সাথে কষ্ট এসেও মিলবে জানি,
কিন্তু জেনো তোমার সাথে আমিও আছি।



(কবিতাটি আমার স্ত্রী মৌসুমীকে উৎসর্গ করে লেখা।)