ছন্দ মানে দোলা,
ছন্দ যে প্রাণখোলা।
ছন্দ মানেই সুর ও তালের
মাত্রা আপনভোলা।
ছন্দ প্রাণের ঢেউ,
ছন্দ আপন কেউ।
ছন্দ মানেই মাতাল করা
সৃষ্টি প্রলয়েও।
ছন্দ অবাক করা,
ছন্দ বসুন্ধরা।
আকাশ-পাতাল-মর্ত্য সবই
ছন্দ দিয়েই গড়া।
ছন্দে যে তাই নাচি,
ছন্দ গেঁথেই বাঁচি।
ছন্দ দিয়েই সুর তুলে যাই
প্রাণের কাছাকাছি।


(রচনাকালঃ ৩ ফেব্রুয়ারি ২০১৫ ইং)