আপডেট - ০২/০৫/২০১৮
-----------------------


১০ তারিখ বিকেল ৪:০০টায় বইমেলার নজরুল মঞ্চের সামনে জড়ো হবো সবাই। যারা যারা থাকবেন বলেছেন:


কবীর হুমায়ূন
অনিরুদ্ধ বুলবুল
পল্লব
মৌসুমি রহমান ইকরা (এডমিন-পত্নী)
নাজমা আক্তার
ফয়েজ উল্লাহ রবি
মোজাহারুল ইসলাম চপল
মোনায়েম সাহিত্য
রূপন দাস
শেখ ফরিদ
শাহানারা রশিদ
মিনু গরেট্টী কোড়াইয়া
মলয় গাঙ্গুলী
মুহাম্মদ মনিরুজ্জামান
আফরিনা নাজনীন মিলি
আশিকুজ্জামান
মোঃ মোজাম্মেল হোসেন
পলাশ দেব নাথ


আপডেট - ০১/২৪/২০১৮
-----------------------


বইমেলায় সবাই জড়ো হবার জন্য আমি ১০ ফেব্রুয়ারি (শনিবার) বিকেলের সময়টা প্রস্তাব করছি। ২০ তারিখের জাতীয় মিলনমেলার আগে একত্রিত হতে পারলে মিলনমেলার নানা বিষয়েও সেখানে আলোচনা ও পরামর্শ করা যাবে। আপনারা মতামত দিন। সে অনুযায়ী দিন-ক্ষণ নির্ধারণ করা হয়ে যাক। ধন্যবাদ।


-----------------------


আমাদের আসরের সদস্যদের যারা বাংলাদেশের এবারের একুশে বইমেলায় বই প্রকাশ করছেন, তারা বইয়ের নাম ও প্রকাশনীর তথ্য এখানে জানান।


ফেব্রুয়ারির মাঝামাঝি কোনো একদিন আমরা আসরের সবাই বইমেলায় জড়ো হবার পরিকল্পনা করছি। সদস্যদের কারা কোন সময় ঢাকায় থাকবেন, কোন কোন তারিখে বইমেলায় আসা সম্ভব, সেটাও জানান। সে অনুযায়ী একটি তারিখ ঠিক করে সবাইকে জানানো হবে। পারস্পরিক পরিচিতির পাশাপাশি যারা বই বের করছেন তাদের বই সম্পর্কেও জানার সুযোগ হবে আমাদের সেখানে। এবিষয়ে আপনাদের আরও কোনো পরিকল্পনা থাকলে সেটাও জানান এখানে।