যুক্তিবাদীর দৃষ্টি থেকে বুঝতে পারি জগত দেখে
দলে দলে ভিন্নমতের যুক্তি অফুরান।
যে যার নিজের যুক্তিটাকে সত্য ভেবেই আঁকড়ে থাকে
কেউ প্রাণ দেয়, আবার কারো যুক্তি যে নেয় প্রাণ!


যুক্তিতে কেউ ডানে চলে, কেউ বামে যায় যুক্তিবলে,
যুক্তি মেনেই কেউ বা শিকার অচল অবস্থার।
জন্ম থেকেই যুক্তিবাদে আটকে আছি নানান ফাঁদে
মুক্তি দেবে মুক্ত বলো যুক্তি তেমন কার?


যুক্তিবাদও স্বার্থভেদে চলে আপন যুক্তি ফেঁদে,
যুক্তি দিয়েই বুঝতে পারি মুক্ত সে তো নয়!
যুক্তিবাদী মন্দ হলে সে জন আপন যুক্তিবলে
মন্দটাকেই করবে জায়েজ গোটা বিশ্বময়।