জীবনের মোহমায়া ছাড়তে পারিনি তাও কী এক বিষাদে
কখনো দাঁড়াই এসে পথের সীমায় তার - সুগভীর খাদে
অশরীরী সুরে ভাসে আকুল আহবান যেন সব হারাবার ।
নিজেকে হারাতে গিয়ে পরক্ষণে পিছু ফিরে তাকাই আবার ।
ঐ তো সোনালী দিন! খুব বেশি পিছে তাকে আসিনি তো ফেলে!
সুখ-দুখ মিলেমিশে স্মৃতির গহীনে আজো আছে আলো জ্বেলে ।
সময়ের সাথে সাথে পিছুপানে কোনো কিছু যায়নি হারিয়ে
ওখানেই মানেগুলো দাঁড়িয়ে রয়েছে জানি দু'হাত বাড়িয়ে ।
সামনে হেয়ালী আর অনিশ্চিত যাত্রাপথ বিবর্ণ আঁধারে
ক্ষণিক বিরতি নিতে পিছু ফিরে হাটি তাই স্মৃতির কাতারে ।