ছন্দ যখন জীবন ছড়ায়
সময় থেকে হঠাৎ হারায়,
মনের মাঝে রক্তক্ষরণ
বয় অবিরাম ধারায়।
তখন কি যে করি!


চারপাশে যা সবকিছু তার
ভাল্লাগে না কিছুই আমার,
যেদিক তাকাই সেদিক পানেই
দেখতে থাকি আঁধার।
স্বপ্ন ভাঙ্গি গড়ি!!


ব্যকুলতা সুরের মাঝে
টের আমি পাই নতুন সাজে,
হঠাৎ করেই ভাবনা কিসের
বাগড়া বাঁধায় কাজে।
থমকে আমি দাড়াই!


অতীত যেন নতুন করে
দাগ কেঁটে যায় মনের ঘরে,
না না করে তবুও শেষে
তাকাই পিছু ফিরে।
স্মৃতির মাঝে হারাই!!



[রচনাকালঃ ১ নভেম্বর ২০০২ ইং]


(অনেক দিন নতুন করে কিছু লেখা হচ্ছে না। তাই ৮-১০ বছর আগের পুরানো কিছু লেখা তুলে দিচ্ছি আসরে।)