কখনো সময় আসে
এ আমার চারপাশে
কতো ঘটনার জালে
মায়াজাল বুনে চলে
      নিয়তি যে পরিহাসে,
      ভাবি শুধু তাই বসে।


এই যে ভাবনামেলা
খেলে চলে কতো খেলা
মনের পুরোটা জুড়ে
আবেগের কতো সুরে
      দিনরাত সারা বেলা,
      অদ্ভুত তার খেলা।


সব ঘটনার ধারা
কখনো আত্মহারা
এ মনের কোনখানে
তুলির নতুন টানে
      এঁকে চলে খাপছাড়া,
      ছবি কোন মনকাড়া।


অনেক দিনের পরে
সে ছবি নতুন করে
দোলা দিয়ে যায় মনে
অনুরাগে আনমনে
      শুধু ক্ষণিকের তরে,
      কোন এক অবসরে।



[রচনাকাল: ১৬ ডিসেম্বর ২০০৫ ইং]