নাম নাকি খুব দামী রে ভাই,
টাইটেলও তো কম না!
নামের উপর চলতে পারা
দোষের তা একদম না!
নাম কামাবার কাজ না করো
নেই যে তাতে চিন্তা,
বাবা কিংবা দাদার নামেও
চলতে পারো ধিন তা!
সততা ও কর্ম গুণে
বাড়বে কি নাম? তাও না!
বিত্ত ছাড়া নাম পাবে না,
যতোই তুমি চাও না।
জগতখানাই এমনতর
দেখবে না কেউ সত্য,
দু'চোখ বুজে মানবে সবাই
নামের আধিপত্য!
চোর অথবা বাটপারই হও
হও না যতোই মন্দ,
নামের জোরে পেরিয়ে যাবে
সব হিসাবের দ্বন্দ্ব।
নাম যদি খুব কেউকেটা হয়
বদনামেরও ভয় নেই,
কেলেঙ্কারি যতোই করো
নামের অবক্ষয় নেই।
যখন যেটা বলবে তুমি
সত্য বচন তাই যে!
বলবে সবাই মধুর বচন
শুনতে আরও চাই যে!
চারপাশে সব তোষামোদের
ভিড়ের মাঝে নিত্য
তৃপ্ত হয়ে তুলবে ঢেকুর
তোমার সুখী চিত্ত।
আপন মনেই ভাববে বুঝি
মহান তুমি খুব তো!
পরিত্রাণের পথটা ছিল
তোমার মাঝেই সুপ্ত।
সেই নেশাতেই চলবে তোমার
সকল কর্মকাণ্ড,
দেশটা পুরো ছিবড়ে করেই
ভরবে তোমার ভাণ্ড।


(রচনাকালঃ ৭ই জানুয়ারি ২০১৫ ইং)