যখন ঘুমপাড়ানী গানের মাঝে
আঁধার এসে নামে,
যখন প্রাণগুলো সব একে একে
স্থিরতায় থামে।
তখন একটু বসে একলা মনে
একলা জেগে থাকি,
আমার কল্পনাতে ডানা মেলে
স্বপ্নলোকের পাখি।
সাথে ভাবনাগুলো যায় ভেসে যায়
কোন সুদূরের দেশে!
আমার সময় সবই থমকে দাঁড়ায়
বর্তমানে এসে।
স্মৃতির অতীত কিংবা ভবিষ্যতও
একই সমতলে
সবাই মিলেমিশে এক হয়ে যায়
নানান কথার ছলে।
মনে বিষাদ তো না, বিষাদমাখা
সুখের মাঝেই ডুবে
প্রতি মূহুর্তকে আঁচড় কাটি
গভীর অনুভবে।

নিঝুম ঘুমন্ত এই পুরীর মাঝে
একলা আমি জাগি,
রাতের নীরবতার সাথেই করি
স্বপ্ন ভাগাভাগি।


(রচনাকালঃ ২২ অক্টোবর ২০১৪ ইং)