গভীরভাবে চিন্তা করে
বসে বসে চুল ছিড়ি,
মাঝে মাঝেই জীবনখানা
ভীষণ লাগে বিচ্ছিরি!
খেই থাকে না, তালছাড়া সব
বেজায় লাগে একঘেয়ে,
ভাবি কোথাও যাই পালিয়ে
তেপান্তরের পথ বেয়ে।
এমন কোথাও যেথায় শুধুই
ঘুমপাড়ানী গান বাজে,
সুরের রেশে অলস বেলায়
থাকবো বসে একলা যে।
করবো না কাজ, এমন করেই
দিনের পরে দিন যাবে,
চাইলে খাবার যখন যা চাই
আসবে চলে ঠিকভাবে।
চারপাশে যা যেমনটি চাই
থাকবে সবই মন মতো,
চাইলে পরেই যা কিছু চাই
মিলবে সবই চাই যতো।
মনের মানুষ চাইলে কাছে
পাশে শুধুই থাকবে সে,
আর কিছু না, বসে বসে
আমার কথাই ভাববে সে।
দু'চোখ খুলে মুগ্ধ চোখে
আমায় শুধুই দেখবে সে,
আমায় নিয়ে ছন্দে-ছড়ায়
মনের কথা লিখবে সে।
আমি শুধু বসে বসে
শুনবো আমার গুণগাঁথা,
দু'চোখ বুঁজে আয়েশ করে
আঁকবো মনে রূপকথা।
কিন্তু এমন জীবন কেন
মিলে না হায়? ধ্যাত্তিরি!
তাইতো আমি বসে বসে
মনের দুঃখে চুল ছিড়ি!


(রচনাকালঃ ২ জানুয়ারী ২০১৩ ইং)