তুমি ছিলে মুক্ত মনের
সুপ্ত ভাষার স্বপ্ন গাঁথায়,
তুমি ছিলে আঁচড়বিহীন
ইচ্ছেপূরণ ছবির খাতায়।
তুমি ছিলে মন মাতানো
অচিন ধারার সুর লহমায়,
তুমি ছিলে অলোক রূপের
স্বরূপ হারা দূর উপমায়।
তুমি ছিলে টুকরো মেঘে
ঠিকরে পড়া আলোকচ্ছটায়
তুমি ছিলে মৌন রাতের
জোছনা ঝরা উজ্জ্বলতায়।


আজকে যখন আসলে কাছে
স্বরূপ ধরে নিজ প্রতিমায়,
বিবশ মনে তোমার ছবিই
আটকে গেলো দৃষ্টিসীমায়।
মুগ্ধ দু'চোখ থমকে গেলো
তোমার কাজল চোখের তারায়,
হৃদয় জুড়ে উঠলো কী ঢেউ
লাগামহারা মাতাল ধারায়!
তোমার রূপে বশ মানা এই
আমায় এখন কে আর বাঁচায়?
চিরদিনের মুক্ত আমি
বন্দী হলাম তোমার খাঁচায়!



(রচনাকাল: ১০ ফেব্রুয়ারি ২০০৯ থেকে নিয়ে ১৯ মে ২০২১)