জীবনের এ বহরে,আজব এই শহরে
    বিস্ময়ে দেখি আমি ঢাকা।
চালবাজি ধোঁকাবাজি,যার যত কারসাজি
     সেপথে ভাগ্যের চাকা।


কোথাও আকাশ নেই,বাতাসে সুবাস নেই
    নিশ্বাসে কালো কালো ধোঁয়া।
কোথাও ফোটেনা ফুল,বনানী মেলেনি চুল
       পাইনা যে শান্তির ছোঁয়া।


ছুটেছে মানুষ পথে,স্বপ্ন সোপান রথে
     পশ্চাৎ এ কভু ফিরে চায়না।।
যার যত আশা আছে,প্রিয় মানুষের কাছে
       মিটাতেই হবে সব বায়না।


বড় বড় মানুষের টাকার ওই পাহাড়ে
      সব আছে তবু যেন অল্প।।
ইটের পাঁজরে কত,মিশে আছে শত শত
       মেহনতি মানুষের গল্প।।


সভ্যতার আড়ালে,মুখোশটা ছাড়ালে
       অসভ্য ছবি দেখা যায়।।
ব্যবধান দিনে রাতে,ধুলোমাখা ফুটপাতে
       মানবতা লুটোপুটি খায়।।