যার জন্য করি চুরি
সেইই বলে চোর,
কাটছে না তাই ঘোর।
এখন কি ভোর
নাকি মধ্যদুপুর,
বুকের মধ্যে আলগা প্রেমের পুকুর
ভরবে সে কোন প্রেমের রসে
শ্রাবণ আশায় ছিলাম বসে।
বসন্ত কখন হয়েছে তাই বিমুখ,
হায়রে প্রেমের সুখ!
দরজায় শক্ত খিল আঁটা,
বুকের মধ্যে পুড়ছে ভাঁটা।
কলঙ্গতে কি যায় আসে চাঁদের,
ইঁদুর নাকি করছে ক্ষতি বাঁধের।
বানের জলের প্রবল স্রোতে
সংসার ভাসে এখন বাঁধের পথে
পথহারা তাই জীবনও আজ বোহাইমেন,
আমার জন্য আজ নেই কোন বনলতাসেন।
তাই যাযাবর হয়ে ভাবছি পথের মোড়ে,
আমাকেই নাহয় চুরি করুক কোন চোরে।
আমি আর করব না মন চুরি
অজানা আকাশে হব এবার সুতো ছঁড়া ঘুড়ি।


১৯ এপ্রিল, ২০২১।