প্রজন্মের ধোঁয়া যতই তুলো
যতই বলো তুমি বড্ড আধুনিক,
বাস্তবতায় শিকেয়তোলা আবেগ,
বুঝি তা কতটুকু, আমি কিন্তু সাবেক।


সাদা মানুষ, কালো মানুষ পৃথক করে
বৈষম্যতায় উপেক্ষিত ভালোবাসা,
ধর্মের নামে অধর্মতে হারাচ্ছ বিবেক,
আমি ধর্মান্ধ নই, আমি কিন্তু সাবেক।


সেবার নামে আজ করছ লুটপাট
দলের কাছে দলই এখন জিম্মি,
শ্যাম ধরে ছেড়েছ সাঁই আলেক,
ইসলামিয়াত বক্ষে আমি কিন্তু সাবেক।


স্বাধীনতা আর স্বেচ্ছচারীতা কি?
তফাৎ না বুঝেই স্বাধীনতার বাড়াবাড়ি,
বিকৃত মনে মস্তিষ্ক আজ আধেক,
মুক্তিযুদ্ধ করেছি আমি কিন্তু সাবেক।


নেতা হারিয়ে প্রজন্ম আজ নেতা শূণ্য
এগুচ্ছে জাতি কোন পথে কে জানে!
তবুও আশায় থাকি কাটবে কালো মেঘ,
হতাশা কি জানি না আমি কিন্তু সাবেক।


১২ এপ্রিল, ২০২১।