আর কাটছে না বন্দী দিন
বেড়েছে অনেক দেনা অনেক ঋণ
কার কাছে পাতব কত হাত
ঘরে নেই ভাত
কাটছে না তাই করোনা অভিশপ্ত রাত,
যতই বলি সরকার যাক নিপাত।


পৃথিবী জুড়েই চলছে যে মহামারী
তার সাথে করতে চৌকস বাহাদুরী
পারছে যেখানে বিশ্ব মড়ল
সেখানে আমাদের মত গাড়ল
যদি ভেবে নিই আমরা জয় করব করোনা
যেখানে উপেক্ষিত স্রস্টার করুনা
উপেক্ষিত নিয়ম মাফিক দূরত্ব আর মাস্ক
তার চেয়ে সরকার নিপাত করার টাস্ক
নিয়ে কথা না বলে বরং নিজেরা হোই সতর্ক
সাটডাউন, লগডাউন নিয়ে তর্ক-বিতর্ক-
ছেড়ে ভাবি আর যেন না বাড়ে ঋণের বোঝা,
সাপ হয়ে দংশনে নিজেই হোচ্ছি নিজের ওঝা।


এ কেমন অভিশাপ কেমন শৃঙ্খলা
অনাহারের ভয়ংকর জ্বালা সারাবেলা
তবুও মৃত্যু মুখে মানছিনা কোন শাসন
পথে ঘাটে মাস্ক ছাড়া সকলেই দিচ্ছি ভাষণ
হায়রে ভাষণের দেশ!
করোনায় শৃঙ্খলা না মেনে নিজেরাই হবি শেষ।


তবু মানবি না করোনা একটা মহামারী অসুখ
মনে থাকবে কেন তোর সুখ
ভুলে গেছিস ভাত দিবে সে যে দিয়েছে মুখ
ঋণের বোঝা নিয়ে যতই দিন আসুক
শৃঙ্খলা যে স্রস্টাও করে পছন্দ
তাই বাঁচার জন্য শহর নগর থাকনা বন্ধ
হয়ত এমন করেই সম্মুখে দাঁড়িয়ে সুদিন
শোধ হবে সকল দেনা, সকল ঋণ
সানকিতে ছড়াবে ইলিশ মাছের গন্ধ,
আসবেই সুদিন, আসবেই ফিরে সব আনন্দ।


০৭ জুলাই, ২০২১।