যদি চলেই যাবি তবে কেন
মায়ায় ডোরে বাঁধ্লি সোনা,
কেমন করে শেষ হবে বল
পথ চেয়ে এই দিন গোনা।


কেমন করে থাকব একা
তোকে ছেড়ে শুণ্য ঘরে,
বুকের মধ্যে প্রেমের ভষা
কেঁদে কেঁদে যাচ্ছে মরে।


খেলার পুতুলও কাঁদছে যেন
তোর অভাবে বসে একা,
যেখানেই থাকিস না কেন
স্বপ্নে হলেও দিস দেখা।


দাদু তোর আদর পেতে
থাকবেরে খুব উচাটন,
আশীর্বাদের আরাধণায়
ভরবে তবু শুণ্য মন।