অমাবশ্যায় চাঁদ হারিয়ে গেলেও শুক্লাপক্ষে
আবার এক চিলতে চাঁদ হাসে পিশ্চিমে,
সাগরের ছন্দায়িত ঢেউ দূরে সরে গেলেও
আবার তা কূলে ফিরে হোক সে ছন্দ ঢিমে।


শীত কালে ঘন কালো মেঘ যায়না দেখা
ঊর্ধাকাশের কুয়াসা মেঘ হয় তখন শিশির,
বর্ষায় বাহারী কদম ফুটুক আর না ফুটুক
বৃষ্টি ঝরবেই হয় ঝর ঝর নয় ঝির ঝির।


দিনের আলোয় সব তারা হারিয়ে গেলেও
রাতের আকাশে নিয়ম করেই হয় উদয়,
যে তারা খসে পড়ে আকাশের বোঁটা থেকে
সে হারিয়ে গেলেও তৈরি করে না সংশয়।


আমি এবার হারিয়ে গেলে ফেরার জন্য নয়
হয়ত এমন ভাবনাই আমাকে নিচ্ছে বহুদূর,
এলাকা কিংবা দেশ ছাড়ার দূরত্ব এটা নয়
এ যে চলে যাওয়া নাফেরার দেশ অচিনপুর।


তাইত এলাকায় থাকি অথবা আপন পাড়ায়
থাকনা আত্মীয়স্বজন অভিমান ভালোবাসা,
মনের দূরুত্বের চেয়ে এ দূরুত্ব নস্টালজিয়ার
বাড়ি গাড়ি যা-ই থাক ফিরে পাওয়া দুরাশা।


তাইত এবার সব ছেড়ে যদি চলে যাই বহুদূর
তাহলে খসে পড়া তারার মতই হবে এ যাত্রা,
তখন আর কোনদিন পাবে না ফিরে আমায়
হৃদয়ে যতই বাড়ুক প্রেম ভালোবাসার মাত্রা।


২৮ জুন, ২০২০।