কবিতা দিবসের কবিতা...


গেষ্টরুমের গল্প
- পলক রহমান।


গেষ্টরুমটা এতোদিন ফাঁকাই পড়ে ছিল তোমাার। তুমিও হয়ত কোনদিন ভাবোনি সত্যি সত্যিই একদিন এভাবেই বার্ধক্যে জটিল অসুস্থতা নিয়ে অবস্থান নেবো আমি সেখানে।


অথচ এর চেয়েও বেশী কিছু হতেই পারত আমাদের। এক জীবনে ওড়নার হাওয়ায় দোলানো কত স্বপ্ন ছিল তোমার যা অনায়াসে আমাকে ভাসিয়ে নিত রোমিও-জুলিয়েটের দেশে। কিন্তু কোকিলের দেশ আমাকে কুহুতানেই রেখেছিল বন্দী।


অসুস্থতা মানেই তো সাথে কিছু প্রয়োজনীয় ব্যাগ, কিছু ডাক্তারী প্রেসক্রিপশনের ফাইল, এক্সরে প্লেট, আর কিছু মেডিকেল সরঞ্জাম। তবুও ভাগ্য ভালো যে এখনও হুইল চেয়ার লাগে না, শুধু  চশমার পাওয়ারটা ঠিক থাকলেই চলে।


শিয়রের টেবিলটায় তোমার হেলানো ফটো এলবাম, ফুলদানি, ছোট টেবিল ঘড়ি আর ক্রিস্টাল কাঁচের ঘোড়ার অবস্থান ছিল। সে গুলো এখন নেই। সেখানে জায়গা করে নিয়েছে ঔষধের টোপলা, সিরাপের বোতল, গ্লাস, চামচ, পানির বোতল কেমন অসুখ অসুখ লাগছে তোমার গেষ্টরুম।


ক্রিস্টালের ঘোড়াটা দেখে মনে পড়ে গেল তোমার ভাবনায় পৌরুষত্বের প্রতি মেয়েদের ভালো লাগার কথা। বলতে-


তুমিঃ মেয়েরা বরাবরই ছেলেদের ব্যক্তিত্ব ও পৌরুষত্বের প্রতি দুর্বল এবং শ্রদ্ধাশীল


আমিঃ ছেলেরা মেয়েদের নারীত্ব ও মায়াময় মমত্বকে ভালোবাসে বেশী


তুমিঃ তাহলে তোমার রুমে কোথাও নারী নয় প্রজাপতির ক্রিস্টাল কেন শোভা পায়?


আমিঃ যে কোন নারী মূর্তি খুব অপছন্দের আমার। আর আবক্ষ হলে তো অস্থির থাকি আমি


তুমিঃ তাহলে নারীর প্রতি ভালোবাসায় তোমার ভাবনা কেমন বিতর্কিত হয়ে গেল না?


আমিঃ ভীষণ চুপ!


নিরুত্তর ছিলাম সেদিন। এরপর আর দেখা হয়নি তোমার সাথে। আসলে তুমিই হয়ত আর কোনদিন দেখা করতে চাওনি।


অথচ ভাগ্য আমাদেরকে আজ মুখোমুখি করেছে এমন এক সময় যখন তুমি একা আমিও একা, মাঝে দূরুত্বের দেয়াল প্রায় অদৃশ্য, তবু ইচ্ছে করলেও কেমোথেরাপি পারবে না সে দূরত্ব টুকু ঘুঁচাতে আর। শুধু রেখে যাবে গেষ্টরুমের কিছু স্মৃতি।


১৭ মার্চ, ২০২১।
Poems of  the World Poetry Day ...


The story of the guestroom
- Palok Rahman.


Your guest room has been empty for so long. You may never have thought that one day I would take a stand with a complex illness in old age.


But we could have been more than that. .How many dreams did you have in one life that fluttered in the air of the veil that would easily take me to the land of Romeo and Juliet. But the land of the cuckoo kept me captive in Kuhutan.


Illness means carrying some necessary bags, some medical prescription files, X-ray plates, and some medical equipment. Still, luckily the wheelchair is not required to work, only the power of the glasses works if this is okay.


Shear's table housed your reclining photo album, vase, small table clock, and crystal glass horse. They are not there now. Medicine baskets, syrup bottles, glasses, spoons, water bottles have taken place in your guest room beside the side table of my bed.


Seeing the Crystal Horse reminded me of the idea once you said that girls should like masculinity. To say-


You: Girls have always been weak and respectful of boys' personalities and masculinity


Me: Boys love girls' femininity and enchanted love


You: Then why are there crystals of butterflies in your room, not women?


Me: I dislike any female idol very much. And if I am busty, then I am restless


You: So how did your thoughts on love for women not become controversial?


Me: Very quiet!


I was unresponsive that day. I haven't seen you since. In fact, you may never want to meet again.


But fate has confronted us today at a time when you and I are alone, sometimes the walls of distance are almost invisible, but even if you want to, you will not be able to get chemotherapy to cover that distance. Only some memories of the guest room will be left.


March 16, 2021 .