তোমার আংগিনায় বৃষ্টি হয়ে ঝরব বলেই
মেঘ হয়েছিলাম আমি তোমার আকাশে,
চাইনি কাঞ্চঞ্জংঘার বিগড়ানো আলগা ঢল
তোমার সাজানো ঘর ভাংগুক ধেয়ে এসে।


তোমার সাগরের ঊর্মিমালায়  মিলব বলেই
ঝর্ণার জল হয়ে মিশেছি তোমার নদীতে,
চাইনি দু’কূল ভাসিয়ে বিরান হোক ফসল
ক্ষত বিক্ষত উঠোনে, যা ছিল না আদিতে।


তোমার আকাশে জোছনা হয়ে ঝরব বলেই
পূর্নিমা  হয়ে দেখা দিয়েছিলাম শুক্লা পক্ষে,
চাইনি অমাবশ্যায় ডুবে থাকুক তোমার স্বপ্ন
হারিয়ে যাক ভালোবাসা সকল সুখ অলক্ষ্যে।


তোমার চলার পথে বিশ্বস্ত সাথী হব বলেই
কত পথ ঘাট পেরিয়ে এসেছি তোমার দ্বারে,
চাইনি দু’জনার পথ দুটি দিকে যাক বেঁকে
চলা শেষে চরন যেন তোমার কাছেই ফিরে।

২০ জুলাই, ২০২০।