আমি পথ নই তবু পথিক হয়ে খুঁজি তোমার ঠিকানা,
আমি পক্ষি নই তবু অসীম শুন্যে ভাসি মেলিয়ে দিয়ে ভাবনার ডানা।


আমি গৃহ নই তবু গেরস্থ হয়ে সাজাই স্বপ্নের সংসার,
আমি গ্রহণ নই তবু চাঁদের আলোয় ঢাকা পড়ে
আমার পৌরুষ অহংকার।


আমি আদি নই তবু আধুনিকতায় খুঁজে পাইনা
আমার অস্তিত্ব,
আমি আদিত্য নই তবু মানুষ হয়ে দেখি আমার মাঝে আমি বিভক্ত।


১১ ফেব্রুয়ারী,  ২০২১।