যেমন কাপড়-
পল্টে পল্টে তেলে ভিজে সলতে হয়
জ্বালাতে নগ্ন প্রদীপ,
যেমন বেনুনী-
পেঁচে পেঁচে মাথার পিছে খোঁপা হয়
আটকিয়ে শক্ত ক্লিপ,
যেমন গাছের বাকল-
খসে খসে মাটির রসে বড় কান্ড হয়
হোক তা সমতল কিবা দ্বীপ,
যেমন সোনা-
পুড়ে পুড়ে আগুনের জ্বরে খাঁটি হয়
মূল্য বেড়ে হয় অর্থকূপ।


তেমনি বিন্দু ছাড়া-
তল ঘুরে ঘুরে হয় না গোলাকার বৃত্ত
যদিও বিন্দু ক্ষুদ্র,
তেমনি আঁধার ছাড়া-
আকাশে যায় না দেখা তারার মেলা
যদিও সংখ্যায় তা সমুদ্র,
তেমনি উত্তাপ ছাড়া-
হয় কি বীজে প্রানের অংকুরোদগম
যদিও ভরপুর রৌদ্র,
তেমনি তুমি ছাড়া-
এ জীবনে বেঁচে থাকার হয় কি  মানে  
যদিও প্রেম ভীষণ আর্দ্র!


০৪ মার্চ, ২০২০।