কি আর করা, জীবন তো এমনই হয়
মানুষ আসে কেঁদে কেঁদে, যায় কাঁদিয়ে।
সাগরের মত জীবনেও জোয়ার আসে
ভাটার সাথে আলগা কষ্ট নেয় ভাসিয়ে।


‘যৌবন’ নামে যে গাছে ছিল মৌতাতি রস  
সেও এসেছিল সারা শরীর জুড়ে আর মনে,
যৌবন পেরিয়ে বার্ধক্য এলো যেদিন থেকে
মধু নেই তবু মৌমাছি মন থাকে গুঞ্জরণে।


প্রকৃত প্রেম নিভৃতেই আসে এক জীবনে
অথচ ব্যার্থতার সরব কষ্টে কাঁদায় অনুক্ষন,
শিয়রের জানালা গলে হুতুম পেঁচার কান্না
অশুভ বললেও থাকে রাত্রির আয়োজন।


পথ তৈরিই হয় কোন ঠিকানা থাকবে বলে
তাই পথের ধারে বসে কভু কাঁদতে মানা,
পায়ে ধাপ থাকতে কি হবে থমকে দাঁড়িয়ে?
বরং খুঁজলেই পাওয়া যাবে জীবনের ঠিকানা।


মাথা থাকলে সময়ে তাতে ব্যাথাও থাকবে
তাই বলে কি মাথা কেটে ফেলা  সমাধান?
নাকি প্রকৃত এলাজ হবে সময়ের ব্যাবধানে
মাথা ব্যাথা হবে উপশম রোধিবে  তিরোধান।


তাই কোন মৃত্যুতে কান্না নয় ভাবো নিজেকে  
যেতে হবেই তোমাকেও পৃথিবীর মায়া ছেড়ে,
রইবে পড়ে পেছনে সকল প্রেম ধন-সম্পদ
কাফনের পকেট নেই তাতে নেবে কিছু পুরে!


১৬ নভেম্বর। ২০২০।