ভালোবাসা হৃদয়ে থাক যতই
চোখে মুখে লাগে তার প্রকাশ,
মোমে আলো থাকলেই কি হয়?
আগুন যদি না করে তা ফাশ।


বরফ খুঁজো না করোনা ঠেকাতে
হীমশীতলেই নাকি তার বসবাস,
এসো করুণা মাগি স্রষ্টার কাছে
আগুনই যেন হয় তার সর্বনাশ।


পিপাসা লাগলে পরে নদীর কাছে  
তাকে যেতে হয় যে হয় পিপাসার্ত,
পানি আসে না পিপাসা মেটাতে
যতই ভাবুক এ চাওয়াটা নিঃস্বার্থ।


স্রস্টা খুঁজো না শুধু পড়লে বিপদে
সব খানেই আছেন তিনিই রহমান,
করোনা ভয় নিয়ে এই যে মহামারি
ঠেকাতে সঠিক পথে করো আহ্‌বান।


এ গজব যে মানুষের দ্বারাই সৃষ্ট
পাপাচারের উদ্‌গিরণে এই যাতনা,
করোনা থেকে বাঁচতে এসো মাগি
প্রতিষেধকের সাথে স্রস্টার করুণা।


২০ মার্চ, ২০২০।